বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী

 



ফুটবল নিয়ে কিছু কথাঃ

ফুটবল , নামটি শুনলেই যেন  কিছু যুবকদের বা ফুটবলপ্রেমী মানুষদের বুকে কেঁপে ওঠে । ফুটবল অনেক জনপ্রিয় একটি খেলা ।

বিশ্বের সব খেলার মধ্যে অন্যতম খেলা হচ্ছে ফুটবল । এই খেলা পৃথিবীর সব থেকে জনপ্রিয় একটি খেলা হয়ে উঠেছে ।

খুবই আনন্দের এবং অনেক মজার একটি খেলা ।

ফুটবল  প্রেমীরা এই খেলা থেকে বেশি আনন্দ যেন আর কোন কিছুতেই খুঁজে পায় না ।

বর্তমান সময়ে এই খেলায় বেশি এগিয়ে রয়েছে ব্রাজিল , আর্জেন্টিনা , জার্মানি , স্পেন , ফ্রান্স , এবং ইংল্যান্ডের মত বিভিন্ন দেশ ।


তবে কম বেশি সব দেশেই খেলা হয় । এই খেলা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের শরীরকে ফিট রাখার জন্য অত্যন্ত  উপকারী একটি খেলা ।

এই খেলা আমাদের মনকে প্রফুল্ল করে তোলে । এবং খেলাধুলার মাধ্যমে আমরা অসৎ কাজ থেকে বিরত থাকি ।

এটা অনেক জনপ্রিয় একটি খেলা  যা বিশ্বের অন্যান্য খেলার মধ্যে একটি ।

এই খেলার জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটি ফুটবল  এবং খেলার জন্য উপযুক্ত একটি জায়গা ।

খেলার জন্য সাধারণত দুইটি দল থাকে । দুটি দলে নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় ভাগ হয়ে যায় এবং দুটি দলের জন্য শুধুমাত্র একটি ফুটবল থাকে ।

দুইটি দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে গোলপোস্টে গোল করা ।

দুইটি দলের ই দুই সাইডে দুটি গোল পোস্ট থাকবে  এবং দুইটি দলের উদ্দেশ্যে থাকবে বিপরীত  বল পোস্টে গোল করা ।

দুটি দলের মধ্যে যে দল বেশি গোল করতে পারবে সেই দলই  বিজয়ী হিসেবে গণ্য হবে ।

এবং দুইটি দলের যদি সমান সংখ্যক গোল থাকে তাহলে ট্রাইবেকার এর মাধ্যমে খেলার সমাধান করতে হয় ।

এটি বর্তমান যুবসমাজ দের জন্য অনেক জনপ্রিয় এবং অনেক উপকারী একটি খেলা ।

এই খেলার সমর্থক দিন দিন বেড়েই চলেছে এবং এটি হয়ে উঠেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি খেলা । 

শরীরকে ফিট রাখার জন্য এবং মনকে ভালো রাখার জন্য এই খেলার বিকল্প নেই ।

Post a Comment

0 Comments